নওগাঁ পলিটেকনিক ইন্সস্টিটিউটে কম্পিউটার বিভাগের রসায়ন ল্যাবে বিস্ফোরণে মারাত্মক আহত ৭ শিক্ষার্থীর সুচিকিৎসা প্রদানসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের সর্বস্তরের শিক্ষাথীবৃন্দ।
সোমবার দুপুরে নওগাঁ পলিটেকনিক ইন্সস্টিটিউটের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন থেকে রসায়ন ল্যাবে দুর্ঘটনার কারণ, সঠিক ভাবে তদন্ত সম্পন্ন করা, অনভিজ্ঞ গেস্ট টিচার দিয়ে ক্লাস পরিচালনা এবং ল্যাব পরিচালনা বন্ধ করা, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অপ্রীতিকর আচরণ বন্ধসহ মোট ৮ দফা দাবি উত্থাপন করা হয়।
এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, সহ-সভাপতি রোমান হাসান, নওগাঁ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ছাত্রলীগের আহ্বায়ক আশিকুর রহমান আশিকসহ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন। এ সময় নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের সকল বিভাগের শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত ভাবে মানবন্ধনে অংশ গ্রহন করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন