ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে বাল্য বিয়ের অভিযোগে বর ও কনের বাবা প্রত্যেককে ১ মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বর ও কনের বাবাকে সোমবার এ দণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামের মো. নুর মিয়ার ছেলে আলাউদ্দিন মোল্যার সাথে বিয়ের দিন ধার্য ছিল সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের চতুর্থ শ্রেণির পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন কনের বাড়িতে হাজির হন। এ সময় বাল্যবিয়ের অভিযোগে বর ও কনের বাবা প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। মেয়েকে আগামী বছর ৫ম শ্রেণিতে ভর্তি এবং ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা দেন মেয়ের মা।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন