সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজি অটোরিকশা শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভার্থখলার ভুঁইয়া পাম্প সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও পার্শ্বস্থ বাবনা পয়েন্ট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে এক পক্ষ আরেক পক্ষকে ইট-সুরকি ছুড়তে থাকে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় ৬টি গাড়ি। আহতদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার