ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে আবু হুরায়রা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পূর্ব লাউয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। আবু হুরায়রা ওই গ্রামের আবুল হোসেনের পুত্র।
জানা যায়, সকাল ৮টার দিকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না আবু হুরায়রাকে। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে তার সন্ধান মিলে। সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আবু হুরায়রাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক