ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জগামী লোকাল ট্রেনের বগিতে ফেলে যাওয়া ব্যাগ থেকে নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক রঞ্জন বিশ্বাস জানান, ট্রেনে দায়িত্বরত জিআরপি পুলিশ নিয়মিত ট্রেনের বগিসহ সন্দেহজনক ব্যাগ-পোটলা চেক করে থাকেন। আজও ট্রেনটি জামতৈল স্টেশন পার হবার পর ট্রেনে তল্লাশির সময় শেষ বগিতে একটি সিটের উপর ব্যাগ দেখতে পায়। ব্যাগের মালিককে খুঁজে না পেয়ে ব্যাগটি খোলা হয়। খোলার পই দেখা যায় সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যা শিশুর লাশ।
তিনি আরও জানান, আশপাশের সিটের যাত্রীরা জানান ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছানোর পর এক নারী জানালা দিয়ে ব্যাগটি রেখে চলে যায়। ট্রেনটি ছেড়ে দিলেও ওই নারী ট্রেনে ওঠেনি। ধারণা করা হচ্ছে ওই নারীই কৌশলে ব্যাগটি রেখে পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/শফিক