বগুড়ার শাজাহানপুরে ১ হাজার পিস ইয়াবাসহ শাহিনুর রহমান (৩৮) নামে এক র্যাব সদস্যেকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় শাজাহানপুর থানার এসআই ওবায়দুল আল মামুন ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ডোমনপুকুর ঠিকাদার পাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত র্যাব সদস্য শাহিনুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলতাইর গ্রামের বারেক সরকারের ছেলে। তিনি বর্তমানে র্যাব-৬ খুলনায় কর্মরত আছেন।
বগুড়ার শাজাহানপুর থানার এসআই ওবায়দুল আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ডোমনপুকুর ঠিকাদারপাড়া এলাকায় রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার প্যান্টের সামনের দুই পকেট থেকে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন