ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো নড়াইলেও মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এটি তার মহতী উদ্যোগ। আপনারা প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করবেন, তিনি যেন আরও ভালো ভালো কাজ করতে পারেন।’
আজ সোমবার নড়াইল পৌরসভার মহিলা কলেজের পাশে দুর্গাপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জানা যায়, ১৩ কোটি ৯৯ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে নড়াইলে চারতলা মডেল মসজিদ নির্মাণ করছে গণপূর্ত বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা, পুলিশ সুপার জসিম উদ্দিন, গণপূর্ত বিভাগের এসডিও প্রকৌশলী মো. খায়রুজ্জামান সবুজ, শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, মডেল মসজিদ নির্মাতা প্রতিষ্ঠান ইডেন প্রাইজের ঠিকাদার মো. রেজাউল আলমসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক