পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নোয়াখালীতে বসন্ত বরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসন পরিবারের ব্যানারে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে বসন্ত বরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মীনি উৎপলা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা, মুক্তিযোদ্ধা জি এস আবুল কাশেমসহ অনেকে।
শিল্পকলা একাডেমি মাঠে শতাধিক স্টলে বিভিন্ন ধরনের পিঠা সাজিয়ে রাখা হয়। অনুষ্ঠানের উদ্বোধন শেষে স্টলগুলো অতিথিরা ঘুরে দেখেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিডি প্রতিদিন/আল আমীন