গাজীপুরের টঙ্গী কালিগঞ্জ সড়কের টিএন্ডটি বাজার এলাকায় গতকাল সোমবার রাতে কাভার্ডভ্যান চাপায় রবিন মিয়া (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করে। রবিন নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
রাতে রবিন দ্রুতগতিতে বাইসাইকেল চালিয়ে টিএন্ডটি যাচ্ছিল, এসময় সিলেটগামী একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রবিন জামালপুর জেলার ইসলামপুর থানার কড়ইতলা গ্রামের লিটন মিয়ার ছেলে। অপরদিকে একইদিন রাত ৯টায় টঙ্গী স্টেশনরোড এলাকায় ঢাকাগামী একটি বাসচাপায় মহন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার নাথের পাড়া গ্রামের আ.শেখ মিয়ার ছেলে। পূর্ব থানা পুলিশ পৃথক ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা