পটুয়াখালীতে নবগঠিত গলাচিপা বণিক সমিতির উদ্যোগে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাত সাড়ে ৮টায় স্থানীয় পৌর মুক্তমঞ্চে আয়োজিত এক সংবর্ধনা সভায় বণিক সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. ঈসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট পৌরসভার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আবুল কালাম মো. ঈসাকে আহ্বায়ক, তাপস দত্তকে যুগ্ম আহ্বায়ক ও আবুবাকার শিবলীকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা