বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএল টি-টোয়েন্টি ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াস মেহেদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লি. এর কোম্পানি সচিব মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। উদ্বোধনী দিনের খেলা উবায়দুল মোকতাদির ক্রিকেট একডেমি বনাম বিজেশ্বর ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। লীগে জেলার মোট ২৮টি দল অংশগ্রহণ করছে।
বিডি-প্রতিদিন/শফিক