২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৪১

পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় বন বিভাগ

নোয়াখালী প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় বন বিভাগ

উপকূলীয় বন বিভাগ নোয়াখালী এর চর আলাউদ্দিন রেঞ্জের আওতাধীন বিভিন্ন চরে সবুজ বেষ্টনী তৈরী, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাযজ করে যাচ্ছে। 

মেঘনা নদীর বুক চীরে জগে ওঠা বিভিন্ন চরে ম্যানগ্রোভ বাগান সৃজন করে একদিকে ভূমির প্রসার ও স্থায়িত্ব বৃদ্ধি করছে অন্যদিকে নদীর বুকে সবুজ এলাকা বাড়ছে। সাথে গড়ে উঠেছে বিভিন্ন বন্যপ্রাণীর আবাস্থল যেখানে রয়েছে চিত্রল হরিণ, মেছো বাঘ, বন্য কুকুর, বানর, শিয়াল, বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির সমাহার।

নোয়াখালীর উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস জানান, নোয়াখালীর উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরী, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে উপকূলীয় বন বিভাগ। নতুন নতুন বাগান স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বন বিভাগ। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর