বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলোতে অবৈধ নছিমন, করিমন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার বেলা ১২টার দিকে বাগেরহাটের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনের সড়কে কয়েকশ মালিক ও শ্রমিক জড়ো হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচলের কারণে বাস মালিকরা যাত্রী পাচ্ছে না। যার কারণে বাস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবৈধভাবে এসব যানবাহন চলাচল করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা অবৈধ যানবাহন বন্ধ করতে আজ রাস্তায় নেমেছি। দক্ষিণের জেলার মহাসড়কগুলোতে চলাচল করা এসব অবৈধ যানবাহন প্রশাসন বন্ধ না করলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দেব।
মানবন্ধনে বক্তব্য দেন বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, মহিষপুরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমানসহ মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা