ঝালকাঠির রাজাপুরে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মৃত নুর নবী হাওলাদারের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, নুর নবীর স্ত্রী, দুই পুত্র মুন ও সানি উপজেলা পরিষদের অধীন সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করে বসবাস করে অসছিল।
এ ব্যাপারে উচ্ছেদ অভিযান পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন জানান, রাজাপুর উপজেলা পরিষদের অধিগ্রহণ করা জমি অবৈধ দখলমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ দখলকারীদের হাত থেকে জমি দখলমুক্ত করে রাজাপুর উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দেয় হবে।
বিডি-প্রতিদিন/শফিক