৪ মার্চ, ২০২০ ১৬:৪৮

চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না : শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি :

চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না : শেখ তন্ময়

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শই হচ্ছে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর প্রাণস্পন্দন। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের ফেরিওয়ালা। তাই মুজিববর্ষ পালনে দলীয় নেতাকর্মীসহ কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে তাকে ছাড় দেয়া হবে না।’

বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। শেখ তন্ময় এসময় অহেতুক কোন অপচয় না করে সবাইকে মুজিববর্ষ পালনের আহ্বানও জানান।

এমপি তন্ময় প্রতিনিধি সভায় তার নির্বাচনী এলাকা বাগেরহাট সদর ও কচুয়া মাদকমুক্ত করতে দলীয় নেতাকর্মীসহ তৃর্ণমূলের সকলের সহযোগিতা চেয়ে বলেন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব না, নেতাকর্মীসহ তৃর্ণমূলের সকলে সহযোগিতা করলে দ্রুত বাগেরহাট-কচুয়াকে মাদকমুক্ত করা সম্ভব হবে। 

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে উন্নয়ন কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দ্রুত এলাকার উন্নয়নসহ সাংগঠনিক বিষয়ে সবার মতামত থাকতে হবে। আসছে স্থানীয় সরকারের নির্বাচনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ার মতো বাগেরহাট-কচুয়ায় তৃণমূলের নেতাকর্মীরা দলীয় প্রার্থী বাছাই করবে। 
 
বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা তাঁতী লীগের আহবায়ক তালুকদার আব্দুল বাকী প্রমুখ। প্রতিনিধি সভায় তৃণমূলের প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর