১ এপ্রিল, ২০২০ ২৩:৫৫

কিশোরগঞ্জে রাষ্ট্রপতির ছেলে তুহিনের চিকিৎসা সামগ্রী প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে রাষ্ট্রপতির ছেলে তুহিনের চিকিৎসা সামগ্রী প্রদান

করোনাভাইরাস প্রতিরোধে রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন।

বুধবার দুপুরে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী ও সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে এক্সামিনেশন গ্লোভস (মিডিয়াম) ২০০টি, এক্সামিনেশন গ্লোভস (লার্জ) ২০০টি, হেক্সাসল ৬০টি, ফেস মাস্ক ৩০০টি, সু কভার ২০০টি, পিপিই ১০০টি, আই প্রটেকটর সেফটি গগলস গ্লাস ১০০টি, হ্যান্ড স্যানিটাইজার ৩০০টি, হ্যান্ড গ্লোভস (ওয়ান টাইম) ১০০টি, সার্জিকেল মাস্ক ৫০০টি, হেড/সু মাস্ক ৫০০টি, ইনফ্রারেড থার্মোমিটার ২টি, পিপিই উইথ সুকভার ১০০টি, আই প্রটেকটর সেফটি গগলস গ্লাস ১০০টি।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর