কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী প্রবাসী ফোরামের উদ্যোগে স্থানীয় শতাধিক ইমাম ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বটতলী বাজারে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল হোসেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবন, সেমাই, চিনি, সাবান ইত্যাদি।
বটতলী প্রবাসী ফোরাম ও স্থানীয় বিত্তশালীদের যৌথ অর্থায়নে এ ব্যতিক্রম উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছেন, শাহ আমানত উল্লাহ রাজু (ইতালি), প্রফেসর এম ওজি রাসেল ভূঁইয়া (নিউইয়র্ক), আশরাফুল আলম (সৌদি আরব), শাহজাহান সাজু (সৌদি আরব), মোহাম্মদ হারুন সোহাগ (সিঙ্গাপুর), নাসির উদ্দিন (মালয়েশিয়া), আবু ইউসুফ (বাহরাইন), এনাম হোসেন লক্ষীপুরী (সৌদি আরব), সিরাজুল আলম লিটন (প্রবাসী), জয়নাল আবেদীন (প্রবাসী), এজিএম রহমান গোলাফ (প্রবাসী), মিজানুর রহমান ভুঁইয়া (সৌদি আরব), ইউসুফ সোহেল (বাহরাইন), নজরুল ইসলাম খান (আয়ারল্যান্ড), উপজেলা যুবলীগের সহ সভাপতি আবুল খায়ের বিএসসি, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি ওমর ফারুক মামুন, তরুণ চিকিৎসক ডা. আবদুল মমিন মজুমদারসহ স্থানীয় অনেক ব্যবসায়ী ও অসংখ্য রেমিটেন্স যোদ্ধা।
বিডি প্রতিদিন/হিমেল