বন্ধ কারখানা খুলে দেওয়া ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। সোমবার দুপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা শাখার সভাপতি ফরিদুল ইসলামের উদ্যোগে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা জানায়, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানায় ৩৫০ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছে। মহামারি করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সাধারন ছুটি দেয়া হয়। এরপর ২৭ এপ্রিল কারখানা খুলে এপ্রিল মাসের ১৪ দিনের বেতন দিয়ে শ্রমিকদের বিদায় করে দেয়া হয়। কারখানার গেইটে কারখানা বন্ধ নোটিশ লাগিয়ে দেয়া হয়েছে। শ্রমিকবার বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য বিজিএমইএ এবং সরকারের কাছে জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
বিডি প্রতিদিন/ফারজানা