কুমিল্লায় আনারসবাহী ট্রাকে লুকিয়ে গাঁজা পাচারকালে দুইজনকে আটক করেছে র্যাব। সোমবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারেরা বাসস্ট্যান্ড এলাকায় ৬৪ কেজি গাঁজাসহ ট্রাকটি আটক করা হয়।
আটক মোঃ সোহেল (২২) চট্টগ্রাম ভূজপুর উপজেলার হেয়াকো এলাকার (কড়ই বাগান) মোঃ শরীফ মিয়া ছেলে এবং মোঃ রাশেদ (২০) একই এলাকার মোঃ মাহবুবুল হকের ছেলে।
র্যাব- ১১ সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লা দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার