করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ১৪ জন ব্যক্তি। সোমবার সকালে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সুস্থদের ফুলেল শুভেচ্ছা জানান। সুস্থদের মধ্যে দুই নারী, এক শিশু ও ১১ জন পুরুষ রয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মাহ্ফুজার রহমান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের দুই দফা নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের শরীরে আর উপসর্গ না থাকায় স্বাস্থ্য বিভাগ ওই ১৪ জন ব্যক্তিকে সুস্থ হওয়ার ছাড়পত্র দেয়। তবে তাদেরবাড়িতে থেকে ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ৭ দিন পর আবারও তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন