বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রাম থেকে নিখোঁজের ১৫ দিন পর জামাল (৩০) নামের এক খেয়া শ্রমিকের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। রবিবার সন্ধায় পোটকাখালীর খাজুরা খাল থেকে পুলিশ নিখোঁজ জামালের মৃতদেহ উদ্বার করলে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করে।
জামালের পারিবারিক সুত্রে জানা যায়, রোজার আগের দিন সন্ধায় রবিউল নামে এক বন্ধুর সাথে জামাল বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজের ২ দিন পরে জামালের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। রবিবার সন্ধায় খালে মাছ ধরতে গিয়ে একজন মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
জামালের বড় ভাই কামাল অভিযোগ করেন, রবিউল ও তার সহযোগীরা বিরোধের জের ধরে জামালকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহম্মদ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন