করোনা মোকাবেলায় ভারত থেকে ফিরে আসা যাত্রীদের সুরক্ষায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো ম্যান্স ল্যান্ডে স্বাস্থ্যসম্মত জীবানুনাশক স্প্রে সেন্টার বসিয়েছে বিজিবি।
ভারত থেকে আসা যাত্রীদের প্রবেশের মুখেই স্বাস্থ্য পরীক্ষা শেষে মাইক্রোবাসে স্থানীয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছে দিচ্ছে বিজিবির সদস্যরা।
গত সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে দু'দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য চালু থাকায় ভারত থেকে আসা পন্য বোঝাই ট্রাক জীবানুনাশক স্প্রে করা হয়েছে সতর্কতার সাথে। বেনাপোল চেকপোস্ট দিয়ে এ পর্যন্ত ৩ হাজার ৩৩৬ জন যাত্রীকে বিজিবি করোনা মোকাবেলায় সহয়তা করে আসছে। ইতিমধ্যে বেনাপোল চেকপোস্টে ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত ৬ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। ঝুঁকি নিয়েই চিকিৎসকরা করোনার মোকাবেলা করছেন।
বিডি প্রতিদিন/হিমেল