নীলফামারীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুই বিঘা জমির ধান কেটে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ধুলিয়া গ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদ অংশগ্রহণ করেন।
কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে ৮০ হাজার ৬০৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কর্তন, মাড়াইও শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন