করোনাযুদ্ধে গর্ভবতী মা ও শিশুখাদ্য নিয়ে সিদ্ধিরগঞ্জে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন সাগর প্রধান। কয়েকমাস ধরে বিশ্বজুড়ে রাজত্ব করছে করোনাভাইরাস। দিন যতো যাচ্ছে শঙ্কার মেঘ ততোই ঘনীভূত হচ্ছে। নতুন ভোর আসছে ঠিকই কিন্তু সেখানে আসার আলোর দেখা মিলছে না।
সময়ের পরিক্রমার সাথে সাথে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। দেশের সিংহভাগ অঞ্চলে চলছে লকডাউন। এমতাবস্থায় সিদ্ধিরগঞ্জে সাগর প্রধান নামে এক যুুবক বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছেন গর্ভবতী মায়ের জন্য পুষ্টি কর খাদ্য ও শিশুদের জন্য শিশুখাদ্য।
বিশেষ করে লকডাউনের কারণে যারা অর্থনৈতিকভাবে সংকটে পড়েছেন তাদের শিশুদের জন্য তিনি এসব বিতরণ করেছেন। এজন্য তিনি সামাজিক যোগযোগ মাধ্যম ও নিজের পরিচিতদের ব্যবহার করছেন। কারো কাছ থেকে তথ্য পেলে বা কোন ফোন পেলে সাগর প্রধান ও তার সহযোগীরা খাবার নিয়ে ছুটে যাচ্ছেন ওই বাড়িতে।
আবার অনেক সময় ঘোষণা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেককে শিশু খাদ্য ও গর্ভবতী মায়েরদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করছেন।
নাসিক সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাগর প্রধান ২৯ মার্চ থেকে তার বন্ধু, সহযোগীদের সঙ্গে করোনা মোকাবেলায় মাঠে নামেন। প্রথমে তারা এলাকাবাসীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণের পাশাপাশি করোনা থেকে পরিত্রাণ পেতে তিনি এলাকাবাসীকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেন।
চলমান পরিস্থিতিতে সাগর প্রধান শুধুমাত্র ৮নং ওয়ার্ডেই নয়, নাসিকের সিদ্ধিরগঞ্জের অন্য ওয়ার্ডেও তিনি সুবিধাবঞ্চিত গর্ভবতী মা ও শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে আসছেন।
লকডাউনের পর এলাকায় অর্থসংকটে পড়া দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন সাগর প্রধান। পরিকল্পনা মাফিক কাজ করায় ইতোমধ্যে তিনি এলাকাবাসীর ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর প্রধান বলেন, মহামারীর সময় মানুষের পাশে দাঁড়াতে আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। শুধু দলীয় মানুষদের পাশে নয়, দলমত নির্বিশেষে সমস্যাপীড়িত লোকদের পাশে দাঁড়াতে পারায় তিনি অনেক খুশি বলে উল্লেখ করেন। করোনা পরিস্থিতিতে তার এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম