করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছেন পাবনার সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধারা। সোমবার সকালে জেলা প্রশাসক কবীর মাহমুদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য নগদ ২ লক্ষ টাকা হস্তান্তর করেন সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা জহুরুল হক, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, এনডিসি সাজ্জাদ হোসেন বাপ্পি প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন