করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে খুলনায় ইউটিউব ভিত্তিক শিক্ষা কার্যক্রম কার্যক্রম শুরু হয়েছে। ‘ডিজিটাল প্রাইমারী এডুকেশন খুলনা’ এবং ‘ডিজিটাল সেকেন্ডারী এডুকেশন খুলনা’ নামের দু’টি ইউটিউব চ্যানেল ও একই নামে ফেসবুক পেজ চালু হয়েছে।
খুলনার অভিজ্ঞ শিক্ষকরা প্রতিটি ক্লাস ২০ মিনিটের উপযোগী করে তৈরি করেছেন। প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীরা ইউটিউবে থাকা এই ভিডিও দেখে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।
সোমবার খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে খুলন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক নিভা রাণী পাঠক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান ও জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন। অনলাইন ক্লাসে প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও কনটেন্ট সরবরাহ করা হবে।
উদ্যোক্তারা বলছেন, অনলাইনভিত্তিক এই শিক্ষা কার্যক্রমের ফলে কোচিং নির্ভরতাও কমবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার