ময়মনসিংহের ভালুকায় ২৫ হাজার টাকার জাল নোটসহ মোজাম্মেল (২৫) নামে একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সিডস্টোর কাঁচাবাজারে জাল টাকার নোট ভাঙিয়ে কেনাকাটা করার সময় বাজার ব্যবসায়ীরা মোজাম্মেলকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মোজাম্মেল পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের বরবরা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী কাশর এলাকার মুনসুরের বাসার ভাড়াটিয়া।
এ ব্যপারে ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম জানান, ‘আটককৃতকে জিজ্ঞাসাবাদ করে মূল হোতাদের আটকের চেষ্টা করা হচ্ছে।’
বিডি প্রতিদিন/হিমেল