বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আশা করি খুব দ্রুতই আমরা করোনাভাইরাস থেকে মুক্তি পাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। দেশে যতদিন করোনাভাইরাসের দুর্যোগ রয়েছে ততদিন আওয়ামী লীগ সেবার ব্রুত নিয়ে মানুষের পাশে থাকবে।
সোমবার দুপুরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের সুরক্ষিত বুথের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম আরও বলেন, মঙ্গলবার (১২ মে) জামালপুরে আরটি পিসিআর ল্যাব চালু হচ্ছে। এই ল্যাব চালু হলে জামালপুরের মানুষ নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার বিলম্বতা থেকে মুক্তি পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে করোনা শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা যাবে।
মির্জা আজম এমপির নিজস্ব অর্থায়নে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য এই সুরক্ষিত বুথ তৈরি করে দেয়া হয়েছে।
করোনা সংগ্রহ বুথের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আজম এমপি ছাড়াও উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম