মালয়েশিয়ায় দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটের সালাহ উদ্দিন (৩৬) নামক এক যুবক মারা গেছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই প্রবাসী উপজেলার কিনারা গ্রামের আবদুর রহমানের ছেলে।
জানা যায়, উপজেলার কিনারা গ্রামের সালাহ উদ্দিন ২০১৭ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়া গমন করেন। তিনি প্রতিদিনের ন্যায় ওই ফ্যাক্টরিতে কাজ করছিলেন। আজ সোমবার হঠাৎ মেশিন দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহত সালাহ উদ্দিনের আরিফুল ইসলাম নামে ৬ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। ৪ ভাই-বোনের মধ্যে সালাহ উদ্দিন সবার বড়।
ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে পরিবারটি দিশেহারা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল