বগুড়ায় এক পুলিশ সদস্যসহ দু'জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৩৯ জন এবং সুস্থ হয়েছে ৯ জন।
সোমবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ল্যাবে যে নমুনগুলো পরীক্ষা করা হয়েছে তার মধ্যে থেকে বগুড়ায় দু'জন পজেটিভ হয়েছেন। এই পরীক্ষাগুলো করা হয় রবিবার। এরমধ্যে বগুড়া থেকেই পুলিশ কন্সটেবল একজন আক্রান্ত হয়েছে। এবং পোশাক শ্রমিক ৭ মে বগুড়ায় ফিরেন নারায়ণগঞ্জ থেকে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাতজন করোনা আক্রান্ত। বাকিরা আছেন বিভিন্ন উপজেলা ও হোম কোয়ারেন্টাইনে। আপাতত সবাই সুস্থ আছে। মোট আক্রান্ত ৩৯ জনের মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত