ফরিদপুর -১ আসনের এমপি মনজুর হোসেন বুলবুল তার নিজ নির্বাচনী এলাকায় বোয়ালমারীতে কম্বাইন হার্ভেস্টার মেশিন দিয়ে কৃষকের ধান কেটে দিলেন। সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার পশ্চিম কামারগ্রামে কৃষক সামসুল হক মৃধার ৩০ শতাংশ জমির ধান কাটার মধ্যদিয়ে এবারের ধান কাটা উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ। পরে কৃষি বিভাগের ভর্তুকি সহায়তায় কৃষকদের মাঝে বিতরণ করা হয় কম্বাইন হার্ভেস্টার মেশিন। এ ছাড়াও নানা ধরনের সবজির বীজও বিতরণ করা হয়।
এছাড়া বিকেলে এমপি মনজুর হোসেন বোয়ালমারী হাসপাতাল পরির্দশন করেন। সেখানে তিনি রোগীদের সমস্যার কথা শোনেন। তিনি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, করোনাভাইরাসের কারণে কোনো রোগী স্বাস্থ্য সেবা থেকে যেন বঞ্চিত না হয়। সে ব্যাপারে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বানও জানান।
বিডি-প্রতিদিন/শফিক