কুমিল্লার নাঙ্গলকোটে করোনা সচেতনতায় নয়টি বাজারের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল। আজ রবিবার রোজা রেখেও সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন বাজারে এসব অভিযানের নেতৃত্ব দেন।
এসময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জানা যায়, দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে দুর্বার কাজ করে চলেছেন।
জনসাধারণকে করোনা সচেতনতায় তাঁর তৎপরতা ছিল লক্ষ্যনীয়। উপজেলার যেখানে জনসমাগম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছেন সেখানে ছুটে গিয়েই জনসচেতনতা সৃষ্টি করেছেন। কুমিল্লা জেলার মধ্যে একমাত্র নাঙ্গলকোট উপজেলা এতদিন করোনামুক্ত থাকলেও গত ১১ মের পর থেকে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ৭ জনের করোনা শনাক্ত হওয়ায় স্থানীয় প্রশাসনকে ভাবিয়ে তোলে।
এখানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল দিন-রাত নিষ্ঠা ও সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। রোজা রেখেও রোদ, বৃষ্টি উপেক্ষা করে তিনি প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে আজ রবিবার তিনি উপজেলার নাঙ্গলকোট পৌরবাজার, পেরিয়া, মঘুয়া, ধানওয়া, কাকৈরতলা, যুক্তিখোলা, বাঙ্গড্ডা, মাহিনী ও অলিপুর বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বিভিন্ন বাজারে গিয়ে নিজেই হ্যান্ডমাই হাতে নিয়ে মানুষকে প্রয়োজনীয় পরামর্শ দেন। তার এমন উদ্যোগের প্রশংসা করেন সচেতন মহল।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সতর্কতার বিকল্প নেই। সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকা উচিত। নাঙ্গলকোটবাসীর যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে আছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম