টাঙ্গাইলে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। এতে ২১টি মামলায় ৫৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন এলাকার দিনমজুর-কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
রবিবার (১৭ মে) টাঙ্গাইল জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলার সকল উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় টাংগাইল শহরের বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১টি মামলা এবং ৫৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, টাঙ্গাইল কন্ট্রোল রুম হতে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিক্সাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়া টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ