জয়পুরহাটের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন মালবোঝাই ট্রাকের চাপায় এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মাসুদুর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাল গ্রামের বাসিন্দা। সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
সকালে ক্ষেতলাল থেকে বাই সাইকেল যোগে নিজ দোকানের মালামাল কেনার জন্য জয়পুরহাটে যাওয়ার পথে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের বানিয়াপাড়া পুলিশ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে যাবার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন