মেহেরপুর জেলার জনসাধারণের স্বাস্থ্য ও জীবন রক্ষার লক্ষ্যে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ব্যতিত সকল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মেহেরপুর করোনা প্রতিরোধ কমিটি।
আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণ কার্যকর থাকবে বলে জানিয়েছে মেহেরপুর জেলা প্রশাসক। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি তার আফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন।
মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি জানান, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে গত ১ মে থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিগত কয়েক দিন বিশেষ করে কাপড়ের দোকান, তৈরি পোশাকের দোকান, কসমেটিকস ও জুতার দোকান সমূহ সরেজমিনে পরিদর্শনে দেখা যায় এসব দোকানে আগত ক্রেতা-বিক্রেতা ন্যূনতম সরকার প্রদত্ত শর্ত মানছেন না।
তাই জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলার করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সাপেক্ষে দোকানসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করণে ইতিপূর্বে জারিকৃত সকল আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি।
এ দিকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মাত্র ২ দিন পর এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন। জাহিদ ইকবাল সিমন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান খোলার মাত্র ২ দিন পর বন্ধ করে দেওয়া হলো। ব্যবসায়ী নেতাদের সাথে কোন আলোচনা করারও প্রয়োজন মনে করলেন না জেলা প্রশাসন। আমরার ব্যবসায়ীরা এর নিন্দা জানাচ্ছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ