কর দাতাদের ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা আত্মসাতের মামলায় খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে (ভার্চুয়াল কোর্ট) জামিনের আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। ২০১৯ সালের ১৬ অক্টোবর গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রজব আলী ভার্চুয়াল কোর্টে জামিনের আবেদন করলে বিচারক মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দুদক পিপি খন্দকার মজিবর রহমানকে মোবাইল কলে যুক্ত হয়ে জামিনের শুনানি করেন। এসময় পদ মর্যাদার অব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ ঘটনায় যুক্তি উপস্থাপন করলে জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, ২০১৭-১৮ সালে কর সার্কেল-১৪, বাগেরহাটে সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে মেজবাহ উদ্দিন করদাতাদের প্রদানকৃত করের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে বিভিন্ন ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা রাখেন। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে কর্মকর্তা-কর্মচারীদের নামে একাধিক বেতন হিসাব খুলে ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা