বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, করোনার এই সংকটে সরকারের পাশাপাশি বৃত্তবানদেরও কর্মহীন দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করার এখনই উত্তম সময়।
তিনি বলেন, করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, দুস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া নিশ্চিত করে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নিম্ন আয়ের ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে বিতরণের উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যেই মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তা বিতরণও শুরু করেছেন।
সোমবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর সৌজন্যে সংবাদপত্র হকার্স, মোটরসাইকেল মেকানিকসহ পৌর এলাকার এক হাজার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে মির্জা আজম এসব কথা বলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন