করোনার ভয়কে উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। মার্কেট ও বাজারগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্রেতারা ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক দোকানে কোন স্যানিটাইজেশন ব্যবস্থা নেই। এতে করে মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকতে পারে বলে মনে কারছেন অনেকেই। সকাল ১০ টা হতে বেলা ৪টা পর্যন্ত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ও সামজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার জন্য মার্কেট কমিটির পক্ষ থেকে নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র তার উল্টো।
আজ সোমবার সকালে নিউমার্কেটে দেখা গেছে, ক্রেতারা একজন আরেকজনের গা ঘেষে ঈদের কেনাকাটা করছেন। মার্কেটে আসা আগত ক্রেতাদের মাঝে করোনার কোন ভয় নেই। প্রতিটি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাদের নেই কোন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা, অনেককেই মাস্ক ছাড়াই মার্কেটে চলাফেরা করতে দেখা গেছে। তাদের একটিই চিন্তা ঈদের বাজার করতেই হবে।
মার্কেট কমিটির সভাপতি মুখলেসুর রহমান বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি দোকানে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও ক্রেতাদের জনসমাগম রোধে মাইকের মাধ্যমে ঘনঘন প্রচারণা চালানো হচ্ছে। এরপরও যদি ক্রেতারা সচেতন না হয় তাহলে কি করার থাকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার