কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদীর ওপর পাকিস্তান আমলে নির্মিত ব্রিজটি এখন হুমকির মুখে পড়েছে। যেকোন সময় ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে প্রায় উলিপুর পৌরসভাসহ ২ ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচলের ক্ষেত্রে পড়েছেন চরম বিপাকে।
এ পরিস্থিতিতে এলাকাবাসী রাস্তার দুই পাশে বাঁশ বেঁধে যান-চলাচল বন্ধ করে দিলেও মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছেন অনেক মানুষ। ফলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি গ্রামে পাকিস্তান আমলে বুড়িতিস্তা নদীর উপর ব্রিজটি নির্মাণ করা হয়। গত বছর ২০১৯ সালের বন্যার সময় ব্রিজটি প্রবল পানির তোড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এখন পর্যন্ত এ ব্রিজটি মেরামত করা হয়নি। ফলে বর্তমানে এ সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে উলিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ব্রিজের নিচে খনন করায় কিছুটা ওয়াল ভেঙে গেছে। ইতোমধ্যেই এ ব্রিজটি উলিপুর এমপি পরিদর্শন করে নিলামে দেয়ার নির্দেশ দেন এবং পাশ দিয়ে একটি বিকল্প রাস্তা করার নির্দেশও দেন। এছাড়াও বরাদ্দ পেলে তা নির্মাণের আশ্বাসও দেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার