ঢাকার ধামরাইয়ে ব্যাপক হারে শনাক্ত হচ্ছে করোনা রোগী। গত ৪৮ ঘণ্টায় পোশাক কর্মীসহ আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। বর্তমানে ধামরাইয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
ধামরাইয়ের সুতিপাড়া বাথুলি এলাকার এক পোশাক কারখানার দুইজন করোনায় আক্রান্তের খবরে ব্যাপক তোলপাড়ের সুষ্টি হয়েছে।
এদিকে, প্রতিদিনই ধামরাইয়ে করোনা রোগী বাড়ার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক সোমবার থেকে সকল শপিংমলসহ দোকানপাট বন্ধ অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নুর রিফফাত আরা জানান, গত ৪৮ ঘণ্টায় ৫ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন মোট আক্রান্ত ২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন। অন্যরা প্রাতিষ্ঠানিক ও নিজ বাড়ির আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম