সরকারি নির্দেশ অমান্য করে বেচাকেনা করায় চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের ক্রেতা-বিক্রেতাসহ ২৪ জনকে ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, ফিরোজ হোসেন এবং হাবিবুর রহমান এ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে জরুরি নিত্যপণ্য ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সে নির্দেশনাকে উপেক্ষা করে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের কিছু ব্যবসায়ী গোপনে বেচাকেনা করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত দোকানী, কর্মচারী ও ক্রেতা মিলে ২৪ জনকে জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন