কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও করোনা যুদ্ধে দুই শতাধিক কর্মহীনের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিনামূল্যে সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহম্মেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা খ ম আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক ফজলে ইলাহী স্বপন ও ছাত্রনেতা আল আমিন সরকার লিংকন প্রমুখ।
এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের উদ্যোগে দুই শতাধিক বিভিন্ন পেশার কর্মহীন নারী-পুরুষের মাঝে বিনামূল্যে আলু, মিষ্টি কুমড়া, বরবটি, করলা, শশা, লেবু, পটল, টমেটো, ও কলমি শাক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন