এবার করোনা আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ প্রদান করেছেন একজন চিকিৎসক। তিনি হচ্ছেন ডা. জি এম আরিফ।
সোমবার সকালে জেলা পরিষদ মার্কেটের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে একদল তরুণ উদ্যমী যুবক ও রেডক্রিসেন্টের সদস্যদের সাথে নিয়ে সদর উপজেলার দুই শতাধিক নিম্ন আয়ের মানুষকে নগদ তিনশ করে টাকা প্রদান করেন জেলা সদরের সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জি এম আরিফ।
এ সময় তার কাছ থেকে নগদ ৩শ করে টাকা হাতে পেয়ে ডাকবাংলা পাড়ার বাসিন্দা বকুল বেগম ও আকতারা বেগম জানান, হামার কয়দিন বাদে ঈদ। এই কয়টা ট্যাকা হামার খুব উপকারে আসপে। হামরা দাক্তার ভাইয়ের ও তার বাপের জন্য দোয়া করি।
বিডি প্রতিদিন/আল আমীন