নাটোরে আজ সোমবার থেকে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ অভিযান। নাটোর ওসিএলএসডি গোডাউনে ধান চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসরাম শিমুল।
এসময় নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ জানায়, নাটোর সদর উপজেলায় ৪৫৯ মেট্রিকটন বোরো ধান এবং ২০৩১ মেট্রিকটন চাল এবং নলডাঙ্গা উপজেলায় ১৬০৯ মেট্রিকটন ধান এবং ৯০২ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া এ দুটি উপজেলায় ৩৬২ মেট্রিকটন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম