ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ‘নাজাত সমাজকল্যাণ সংগঠন’ এর উদ্যোগে বৃহষ্পতিবার ২৭০ জন কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামের সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামের বাড়িতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক সংগঠন নাজাত সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে কর্মহীন, সুবিধাবঞ্চিত ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে ঈদের খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনের সদস্যরা গ্রামের কর্মহীন, অসহায় ও দুস্থদের খুঁজে খুঁজে বের করে ২৭০ জনের তালিকা প্রস্তুত করেন। ঈদের খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক। উপস্থিত ছিলেন নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুস, সমাজসেবক আব্দুর রহমান, সংগঠনের কার্যকরী সদস্য জসিম, আলমগীর, জাকির হোসেন, ঈদসামগ্রী বিতরণের প্রধান সমন্বয় সাদিকুল ইসলাম ও নূরে আলম।
ঈদের খাদ্যসামগ্রীর মধ্যে ছিল এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, একটি সাবান, ১৫০ গ্রাম কিচমিচ, একট নারিকেল ও দুই কেজি চাল।
সংগঠনের প্রায় ৩৫ জন সদস্য নিজেরা অর্থ দিয়ে উদ্যোগ নিয়ে করোনার এই সময়ে অসহায়, কর্মহীন ও দুস্থ ২৭০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ২২ এপ্রিল গ্রামের ৩৫০ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, দুটি করে সাবান, একটি ডেটল, একটি সেভলন ও মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার