মানিকগঞ্জে কর্মহীন পৌরবাসীর মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
এ সময় উপস্থিত ছিলে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দস সালামসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় একহাজার লোকের মধ্যে এই ঈদ উপহার দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। সামাজিক দূরুত্ব বজায় রেখে তাদের এই সহয়তা দেওয়া হয়।
সুলতানুল আজম খান আপেল বলেন, আমার এ সহযোগিতা চলমান থাকবে। তাছাড়া পৌর সভার যে কোন নাগরিকের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন