ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়ি বাধ ভেঙে চারটি ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ প্লাবিত হয়েছে। এদিকে ২০ হাজার নারী-পুরুষকে আশ্রয়ন সেন্টারে নেওয়া হয়েছে।
এসময় জোয়ারের পানির স্রোতে অনেক কাঁচা ঘরবাড়ি ভেসে যায় এবং অর্ধশতাধিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া প্রবল ঘূর্ণি বাতাসে বিদ্যুতের খুঁটি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
বিডি প্রতিদিন/এ মজুমদার