আম্ফানের প্রভাবে অনবরত বৃষ্টি উপেক্ষা নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউপি চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনকে অবাঞ্চিত ঘোষণা করেছে মানববন্ধন, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছেন এলাকাবাসী।
গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার এসব কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এসে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে আসা সৌরভ নামে এক শিক্ষার্থী বলেন, পেটের দায়ে কাজ করতে আসা এই গরীব মেয়েটির কি দোষ ছিল। কেনো সে মারা গেল? আজ রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে মানুষ যাবে কোথায়? আমরা মারুফা হত্যার সঠিক বিচার চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার নিশ্চিত করতে হবে।
এদিকে, একই দাবিতে নেত্রকোনা, কলমাকান্দাসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। নেত্রকোনা জেলা শহরের প্রেসক্লাবের সামনের সড়কে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়াও জেলার ছাত্রলীগ নেতা রবিউল আওয়াল শাওনের নেতৃত্বে আরেকটি মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, গত ৯ মে চেয়ারম্যান কাঞ্চনের বাসার কিশোরী গৃহকর্মী মারুফা (১৪) আত্মহত্যা করেছে বলে লাশ নিয়ে চেয়ারম্যান নিজেই হাসপাতালে যান। পরে শিশুটির গায়ে স্পর্শকাতর বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখে হাসপাতালের এবং স্থানীয় মানুষদের মাঝে সন্দেহ হলে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের পর লাশ মারুফার বাবার বাড়ি সিংধা এলাকায় চেয়ারম্যানের বাড়ির পাশে হওয়ায় ভয়ে কলমাকান্দা নানার বাড়িতে নিয়ে দাফন করে। চেয়ারম্যান বিভিন্নভাবে মারুফার মাকে ভয় ভীতি দেখিয়ে আত্মহত্যা মামলায় সই করাতে চায়।
পরে মেয়ের মা আকলিমা আক্তার ৯৯৯ এ কল দিলে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর হস্তক্ষেপে ঘটনাস্থল মোহনগঞ্জ থানায় ১১ মে মামলা নেয়। ওইদিন রাতে পুলিশ তাকে আটক করে ১২ মে কোর্টে প্রেরণ করলে ১৩ মে চেয়ারম্যান জামিন নিয়ে বেরিয়ে যান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম