ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর প্রভাবে সতর্কতায় লক্ষ্মীপুর-ভৌলা নৌরুটে গত তিন দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে করে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। এতে করে থাকা-খাওয়ার টাকা শেষ হয়ে গিয়ে চালকদের অনেকেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান। ট্রাকে ঈদমুখি মালামাল নষ্ট হয়ে যাচ্ছে বলে জানালেন তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল জানান, স্থানীয় মাতাব্বর হাট প্রাথমিক বিদ্যালয়ে আটকা পড়া চালকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নদী এখনো অশান্ত রয়েছে, ঝড়ো বাতাস বইছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে বলে জানান তিনি।
জানা যায়, আম্ফানের প্রভাবে ওই রুটে চলাচলকৃত তিনটি ফেরিই মজু চৌধুরীর হাট ঘাটে অবস্থান করছে। এর আগ থেকে করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট এলাকার দায়িত্বরত বিআইডব্লিউটিসি কর্মকর্তা মো. কাউছার জানান, ‘আম্ফান’ পরিস্থিতি স্বাভাবিক হলেই ফেরি চালু হবে।
বিডি প্রতিদিন/আল আমীন