ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি পুকুর থেকে মুনতাহা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৫ টার দিকে পুকুর থেকে তার লাশটি ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। মুনতাহা ধলিয়ার ৪নং ওয়ার্ডের অলিপুর গ্রামের নূর নবী সাহেব বাড়ির রুহুল আমিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বৃষ্টি শুরুর পূর্ব মূহুর্তে মুনতাহা সহপাঠীদের সাথে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। সারদিন অনেক খোঁজাখুঁজি ও পুকুরে বেড় দেওয়ার পরও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মিজানের দোকান সংলগ্ন পুকুরে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার